আমি মনে করি আনসার ভিডিপির যারা সদস্য সকলসদস্যই একটি সিসি ক্যামেরা। আনসার সদস্যরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তবে সাড়া বাংলাদেশে সিসি ক্যামেরা বসাতে লাগবে না। যদি তথ্য দেন তবে কাজ করতে অনেক সুবিধা হবে। সোমবার দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর অডিটোরিয়াম রুমে সকাল সাড়ে ১১টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় দিনাজপুরের আয়োজনে জেলা সমাবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উপ-মহাপরিচালক (অপারেশন)এ কে এম জিয়াউল আলম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশ শেষে ৩ শতাধিক আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন পুরস্কার সামগ্রী প্রদান করা হয়।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক এস আব্দুস সামাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুরুল হক, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক রংপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আলীম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের সহকারি পরিচালক মোঃ মঞ্জিল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ