ঝালকাঠির নলছিটিতে নরসুন্দর পঙ্কজ শীল হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিশ্বজিত শীল (২২) ও শুভ শীলকে (২০) ঝালকাঠি আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। তারা দু’জনই পঙ্কজের চাচাতো শ্যালক ও তার সেলুন কর্মচারী।
জানা গেছে, গত ১২ জুন নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ এলাকার খাল থেকে হাত-পা বাঁধা পঙ্কজ চন্দ্র শীলের ভাসমান লাশ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া বিশ্বজিৎ ও শুভ পঙ্কজ হত্যার বিচার চেয়ে মাঠে সোচ্চার থেকে মানববন্ধনেও অংশ নেয়।
পরের দিন ১৩ জুন এ ঘটনায় নলছিটি থানায় একটি হত্যা মামলা (নম্বর ১২/৯০) দায়ের করা হয়। মামলা রুজু পর থেকেই আসামিদের গ্রেফতারে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।
এ ব্যাপারে নলছিটি ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার (ওসি) মোহম্মদ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ গ্রামের রতন কুমার শীলের ছেলে বিশ্বজিত শীল ও স্বপন চন্দ্র শীলের ছেলে শুভ শীলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত সকলের নাম প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না।
বিডি প্রতিদিন/এমআই