কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্প এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ জানি আলম (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)-এর সদস্যরা।
গতকাল রবিবার (১৯জুন) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটক রোহিঙ্গা ওই ক্যাম্পের ব্লক-ই,ঘর-২৭৪ এর বাসিন্দা সৈয়দ আলমের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর ক্যাম্পের সি-ব্লক এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রসহ হামলার উদ্দেশ্যে ইয়াহিয়া (৪৫) ঘরের সামনে অবস্থান করছিল জানি আলম। এমন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা কিশোরকে আটক করতে সক্ষম হয়। এসময় ধৃতের কাছ থেকে ২টি কাঠের বাটযুক্ত দা এবং ১টি ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল