দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরলে প্রকাশ্য দিবালোকে এক পিকআপ চালককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোস্তফা (২৫) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ওলিপুর গ্রামের মোকাদ্দেস আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাও জেলার হরিপুরে মালামাল দিয়ে একটি পিকআপ ভ্যান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিকে যাচ্ছিল। বিকাল ৪টার দিকে পিকআপ ভ্যানটি দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ধকুরঝাড়ী পিপল্যা নামক স্থানের দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাব স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে ৪টি মোটরসাইকেলের ৮ জন এসে পিকআপের গতিরোধ করে। চালক মোস্তফাকে তারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। সঙ্গে থাকা হেলপার রংপুরের মিঠাপুকুর এলাকার ইমরান আলীর পুত্র হামিদুর রহমান স্থানীয়দের সহায়তায় আহত চালক মোস্তফাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরল থানার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশের সুরতহাল ও ময়না তদন্তের ব্যবস্থা চলচিল। দোষীদের শনাক্তে কাজ চলছি বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল