দিনাজপুরে জাহিদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বোর্ডহাট এলাকার পুকুরের পাশে ধান ক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ(২৫) দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের জামালপুর গ্রামের শফিকুর রহমান দুলালের ছেলে বলে নিশ্চিত করেন স্থানীয় আস্করপুর ইউপি চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীক।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন দিনাজপুর সদরের আস্করপুর ইউপির বোর্ডহাট এলাকার ধান ক্ষেতে ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সিআইডির একটি তদন্ত দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম