মুহুরী নদীর চারটি স্থানের নদী রক্ষা বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক।
সোমবার সকালে ফযুলগাজীর সদর ইউনিয়নের দৌলতপুর ও দেড়পাড়া, দরবারপুর ইউনিয়নের বরইয়া ও দুপুরে পরশুরাম উপজেলার অলকা গ্রামে নদীর চারটি স্থানে বাঁধ ভেঙে ফুলগাজী বাজারসহ লোকালয়ে পানি প্রবেশ করে।
বন্যার তীব্র স্রোতে সদর ইউনিয়নের উত্তর দৌলতপুরে এক নারীর লাশ পানিতে ভেসে ওঠে। বর্তমানে নদীর পানি বিপদসীমার ১২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, পানির প্রবল চাপে ভাঙন দেখা দিয়েছে। পানির প্রবল চাপে দুপুর ১২টার দিকে উত্তর দৌলতপুরের একরাম নগর এলাকার সেকান্দর মাস্টার বাড়ির একটি কবরস্থান থেকে ৮ মাস আগে কবর দেওয়া রুমা আক্তার নামে এক নারীর লাশ ভেসে গেছে।
মৃত রুমা আক্তারের দেবর বেলাল আহম্মদ জানান, পানির স্রোতে লাশ ভেসে ওঠে। পানি না নামা পর্যন্ত কিছুই করা যাচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, নদীর পানির তীব্র স্রোত রয়েছে। পানি নামলে বাঁধ সংস্কার করা হবে।
ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৪০০ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদের পরবর্তী সময়ে সহযোগিতা করা হবে।
বিডি প্রতিদিন/এমআই