তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩১তম মৃত্যবার্ষিকী ২১ জুন। ক্ষণজন্মা এই কবি ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান।
দিনটির স্মরণে রুদ্র স্মৃতি সংসদ, কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার মিঠেখালিতে কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সন্ধ্যায় রুদ্রের স্মরণে আলোচনা সভা ও রুদ্রের গানের আয়োজন করেছে।
অকাল প্রয়াত এই কবি যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে কলম ধরেছেন। একই সঙ্গে তাঁর কাব্যের অন্য প্রন্তজুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা। দেশ ও জাতির সংকটে রুদ্রেরে কবিতা হয়ে উঠেছে তারুণ্যের দীপ্ত হাতিয়ার।
বিডি প্রতিদিন/এএম