মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে ভোলায় দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ভোলা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব আরিফ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম.পিপিএম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু।
কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংস্কৃতিক কর্মী, ক্রিড়াবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ছেন।
এসময় প্রধান অতিথি যুগ্ম সচিব আরিফ আহমেদ মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা এককভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে সম্ভব নয়। এজন্য সমাজের সকলের করণীয় রয়েছে। মাদক নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসতে হবে। সচেতন হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এজন্য তৃমূল পর্যায়ের মানুষের মতামতের ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
পরে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তাদের স্ব স্ব মতামত প্রদান করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন