বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের দক্ষিণ কাটনারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- বগুড়া সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৭) এবং শহরের দক্ষিণ কাটনারপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আসিফদৌলা তানা ওরফে অনি (৩৮)। এদের মধ্যে অনির বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর