বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি, মসজিদসমূহে দোয়া এবং মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনার আয়োজন করা হয়।
আজ সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয় শেরে বাংলা সড়ক থেকে সংসদ সদস্য আ্যাড ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক মোতালেব মৃধা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে শম্ভু বলেন, ‘আওয়ামী লীগ বাঙ্গালির প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে সততার ও সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশি-বিদেশি চক্র বহু ষড়যন্ত্র করেছে কিন্তু সৃষ্টি কর্তার দয়ায় রাজনৈতিক দক্ষতা আর কৌশল দিয়ে কর্মীদের সাথে নিয়ে নেতৃত্ব তা প্রতিহত করেছে। আগামীতে যত ষড়যন্ত্র হোক ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল