সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় দুর্গত এলাকার পাঁচ হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’।
শুক্রবার দুপুরে ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার আলহেরা মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্রে ৩০০ পরিবারের মাঝে চিড়া, মুড়ি ও বিশুদ্ধ খাবার পানিসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আশার বিভাগীয় কর্মকর্তা কামরুল হাসান, সহকারী বিভাগীয় কর্মকর্তা আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল বরকত, জেলা ম্যানেজার পুর্ণেন্দু গোস্বামী, শাখা ব্যবস্থাপক মো. বশির উদ্দিন, শিক্ষক মতিউর রহমান ও ইউপি সদস্য ফরিদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জে দুর্গত এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মোট ৫ হাজার পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ করেছে ‘আশা’।
বিডি প্রতিদিন/এমআই