২৮ জুন, ২০২২ ২০:০৫

নালিতাবাড়ীতে ইউপি উপ-নির্বাচনে শেষ দিনে মনোনয়নপত্র দাখিল

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে ইউপি উপ-নির্বাচনে শেষ দিনে মনোনয়নপত্র দাখিল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আজ ২৮ জুন শেষ দিন বিকেল পাঁচটা পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়া পাড়া ইউপির চেয়ারম্যান আমানউল্লাহ বাদশা গত ৩০ মার্চ অসুস্থ হয়ে মারা যান। পরে ওই ইউপির চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়। গত ৯ জুন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। ২৮ জুন মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই ৩ জুলাই, প্রত্যাহারের শেষ তারিখ ৭ জুলাই এবং ৮ জুলাই প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৭৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১৭ জন এবং নারী ভোটার ৭ হাজার ৬৫৬ জন।

শেষ দিন মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. হাফিজুর রহমান জুয়েল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ফজলুল হক দেলোয়ার, রফিকুল ইসলাম, জয়নাল আবেদিন, জাকারিয়া ও সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম খোকা মনোনয়নপত্র দাখিল করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর