২৯ জুন, ২০২২ ২১:৫১

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২জনকে দেওয়া হল অনুদান

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২জনকে দেওয়া হল অনুদান

বাগেরহাটের শরণখোলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ ব্যবসায়ী ও পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের বিশেষ তহবিল থেকে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

বুধবার (২৯ জুন) সকালে উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী অনুদানের এই চেক তুলে দেন ক্ষতিগ্রস্তদের হাতে। এ সময় রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার এবং রাজাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. কবির তালুকদার উপস্থিত ছিলেন।

শরণখোলা উপজেলা নির্বাহী (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, গত ২৭ মে উপজেলার রাজাপুর বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২১টি দোকানসহ চলতি বছরের বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মিলিয়ে মোট ৪২টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ী ও পরিবারকে সহায়তা হিসেবে উপজেলা পরিষদের বিশেষ তহবিল থেকে দুই লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর