নেত্রকোনার কলমাকান্দায় নিজাম উদ্দিন (২২) নামের এক দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিজাম উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের পাচুরা গ্রামের মো. রেনু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গুতুরা বাজারের অঞ্জন সেনের কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুতুরা বাজারের অঞ্জন সেনের কাপড়ের দোকানে দর্জির কাজ করতেন নিজামুদ্দিন। কাজের কারণে প্রায় দিন দোকানেই থাকতেন তিনি।
শুক্রবার ছুটির দিন থাকায় সারাদিন দোকান বন্ধ থাকলেও বিকালের দিকে দোকান খুলতে আসেন অঞ্জন সেন। এ সময় ভেতর থেকে দোকান লাগানো দেখে মালিক অঞ্জন সেন খোলার জন্য নিজামুদ্দিনকে ডাক দেন। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই নিজামুদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃতের পরিবারের কাছে থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ