জাকের পার্টি শুক্রবার কুড়িগ্রামের চিলমারীতে গাজীতলা, মনতলা ও খড়খড়িয়ায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে।
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বন্যাবিধ্বস্ত কুড়িগ্রামের চিলমারীর অসহায় মানুষের দুঃখ দুর্দশার খোঁজ নেয়া এবং তাদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার জন্য পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারকে চিলমারীতে পাঠান।
জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব রংপুর বিভাগীয় এবং কুড়িগ্রাম জেলা ও চিলমারী উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বানভাসী নারী, পুরুষ ও শিশু কিশোরদের হাতে রান্না করা খাবার তুলে দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন