চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কানসাট বাঁশপট্টি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোসাঃ লালবানু (৫২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত লালবানু হচ্ছে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন।
শনিবার সকাল ৮টার দিকে সোনামসজিদ থেকে ছেড়ে আসা কানসাটগামী পাওয়ার টিলারের সাথে একটি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটলে তিনি নিহত হন। এসময় তিনি ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে ভ্যানগাড়িযোগে সোনামসজিদ যাচ্ছিলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরীর জুবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ