৩ জুলাই, ২০২২ ০৮:১৮

১০ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৮ বছর

বাগেরহাট প্রতিনিধি

১০ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৮ বছর

শামীম মুন্সি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ১০ বছরের সাজা এড়াতে ১৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না শামীম মুন্সির (৩৫) নামের এক আসামির। শনিবার সন্ধ্যায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এরপর তাকে পাঠানো হয়েছে কারাগারে।

গ্রেফতার শামীম মুন্সি বাগেরহাটের শরণখোলা উপজেলার মডেল পাড় গ্রামের বারেক মুন্সির ছেলে। ২০০৪ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় ১০ বছরের সাজা হয়েছিল তার। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম হোসেন জানান, নারী নির্যাতন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামীম মুন্সি গোপনে এলাকায় এসেছেন, এমন খবর জানতে পারে পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় শামীমকে উপজেলার পশ্চিম রাজুর এলাকার ব্র্যাক অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই তাকে বাগেরহাট কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর