৪ জুলাই, ২০২২ ১৯:৪৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত বাজেট উত্থাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত বাজেট উত্থাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে চলতি অর্থবছরের জন্য ৪৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বাজেট বাস্তবায়নে সকলকে আন্তরিক হতে হবে। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মুহসিন উদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাউয়ুম ও সাধারন সম্পাদক ড. মো. আব্দুল বাতেন সহ সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ প্রক্টর, প্রভোস্ট এবং অর্থ ও হিসাব শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ট্রেজারার বাজেট উত্থাপন করেন বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সল মাহমুদ। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর