ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ এওয়াজপুর ইউনিয়নে ১৩ বছরের এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক রাসেলকে (১৮) পুলিশ গ্রেফতার করেছে। সে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। সোমবার কিশোরীর মা বাদী হয়ে শশীভূষন থানায় মামলা করলে পুলিশ রাসেলকে গ্রেফতার করে।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, দুপুরের দিকে প্রতিবন্ধী কিশোরীকে বাগানে একা পেয়ে রাসেল বিভিন্নভাবে ফুসলিয়ে পাশে থাকা পরিত্যক্ত ইটভাটার শ্রমিক ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
স্থানীয়দের সহযোগিতায় বাকপ্রতিবন্ধি কিশোরীর মা বাদী হয়ে সোমবার থানায় ধর্ষণ মামলা দায়ের করে। প্রযুক্তির ব্যবহার করে ধর্ষক রাসেলকে এওয়াজপুর ইউনিয়নের মৃধারহাট থেকে গ্রেফতার করা হয়।
চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে ভিক্টিমকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/এএম