বগুড়া সদর উপজেলার শাকপালা মোড়ে বাস-ট্রাক সংঘর্ষে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় দুর্ঘটনায় নিহত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
বগুড়ার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসান জানান, রংপুর থেকে বরিশালগামী পরিবহন দুপুর ১২টার দিকে জেলা শহরের শাকপালা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন অজ্ঞাত ব্যক্তি মারা যান এবং দশজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
বিডি প্রতিদিন/এএম