শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ প্লাজার সামনে ‘শরীয়তপুর বাইকার্স’ নামক একটি সংগঠন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবিতে মানববন্ধন করেছে।
বুধবার বেলা ১১টার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শরীয়তপুর বাইকার্স সংগঠনের ৫০ জন সদস্যসহ বেশ কিছু সাধারণ বাইকাররাও অংশগ্রহণ করে।
এসময় বক্তারা অবিলম্বে পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়েতে যথাযথ নিয়ম মেনে মোটরসাইকেল চালু করার দাবি জানান। এর আগে, শরীয়তপুর বাইকার্সের সদস্যরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়েতে বাইক চালুসহ বেশ কিছু দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই