২০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। বুধবার সকালে জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত মালবাহী একটি ট্রাক জব্দ করা হয়েছে।
র্যাব-১২ অভিযানে গ্রেফতার যুবকরা হলেন-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সন্তোষা গ্রামের সোহেল রানা (৩২) ও একই গ্রামের সজিব মৃধা (২২)। এর মধ্যে সোহেল ট্রাকের চালক ও সজিব হেলপার।
বগুড়া র্যাব-১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় লালমনিরহাট থেকে পাবনাগামী একটি মালবাহী ট্রাকে তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই