পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহরসহ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে কাঙ্ক্ষিত কোনো ভিড় দেখা যাচ্ছে না। বিগত বছরগুলোতে ঈদের অন্তত এক সপ্তাহ আগে থেকে বাজারগুলোতে ব্যাপক লোক সমাগম হয়। ঈদের মাত্র তিনদিন বাকি থাকলেও এবছর এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ভিড় দেখা যাচ্ছে না।
জানা গেছে, কৃষি এবং মাছের উপর নির্ভর কলাপাড়ায় বর্তমানে ক্ষেতে কোনো ধান নেই, সাগরে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞার কারণে আহরণ করতে পারছে না সামুদ্রিক মাছ। এছাড়া দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে। বর্তমানে মানুষ স্বাভাবিক কেনাকাটায় হিমশিম খাচ্ছে। তার মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটায় বেশির ভাগ মানুষের আগ্রহ নেই। ফলে অধিকাংশ দোকান-পাটে তেমন কোনো বেচাকেনার কর্মতৎপরতা নেই বললেই চলে।
এদিকে, স্থানীয় গরুর বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরের তুলনায় এ বছর গরু কিংবা ছাগল ক্রেতার সংখ্যা কম। ফলে ওই বাজারগুলোতে কেনা-বেচাও অনেকটা মন্দাভাব বিরাজ করছে। বাজারে ক্রেতা সমাগম না বাড়লে অধিকাংশ গরু বিক্রেতাদের লোকসানে পড়তে হবে বলে গরু বিক্রেতারা জানিয়েছেন।
এ ব্যাপারে ক্রেতা আবদুর রহমান জানান, এ বছর দাম অনেকটা সাধ্যের মধ্যে। তবুও ক্রেতা যেন গত বছরের তুলনায় অনেকটা কম।
বিক্রেতা আবদুল হক জানান, গত বছর যে গরু ৮০ হাজার টাকায় বিক্রি করেছি, এ বছর ওই সাইজের গরু অন্তত ২০ হাজার টাকা কম দামে বিক্রি করতে হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই