জামালপুরে অটোরিকশার ধাক্কায় সমৃদ্ধি ধর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সমৃদ্ধি ধর (৬) জামালপুর শহরের বসাকপাড়া এলাকায় সৌমিল কান্তি ধর পাপ্পুর মেয়ে। সে শহরের কিন্ডার গার্ডেন স্কুলের নার্সারি শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরে শহরের বকুলতলা এলাকায় স্কুল থেকে সহপাঠীদের সাথে বের হয়ে রাস্তা পাড় হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশা সমৃদ্ধিকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় স্থানীয়রা সমৃদ্ধিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম