গাজীপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকার নজরুল ইসলামের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের নাম হেলেনা আক্তার (২৭), তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার আব্দুস সালামের মেয়ে।
মৃতের মামাতো ভাই রেজাউল ইসলাম জানান, ১০ বছর আগে বাগেরহাট জেলার বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে হেলেনার বিয়ে হয়। নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পেশায় তিনি একজন স্টুডিও ব্যবসায়ী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, বুধবার নিজ ঘরে হেলেনার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে বলেও তিনি জানান। ঘটনার পর থেকে স্বামী নজরুল ইসলাম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএ