বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ময়মনসিংহের ফুলপুরে বিএনপির ত্রাণ সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশ নেন। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আমিনুল হকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেকিম মোড়ল, ওয়াজেদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ