রাজবাড়ীর পাংশায় বেপরোয়া মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ-মিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। মুসা পাংশা সরকারি কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজ রবিবার সন্ধ্যায় পাংশা কৃষি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন ঘোরাঘুরি করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মাথায় নিজের মোটরসাইকেলের সাথেই আঘাত লাগে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেধাবী কলেজ শিক্ষার্থীর কোন ড্রাইভিং লাইনেন্স ছিল না বলে জানা গেছে।
পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষ বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএ