রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা ঘটনার সত্যতা নিশ্চত করেন।
নিহতরা হলেন- বহরের কালুখালী গ্রামের হোসেন আলীর স্ত্রী মর্জিনা বেগম (২৮) ও তার ৩ মাস বয়সী মেয়ে চাঁদনী আক্তার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালুখালীতে বিকালে বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে ঘর বিদ্যুৎতায়িত হয়। এ সময় শিশু তানিয়া তার ভাইয়ের কোলে ছিল। এ সময় তানিয়া দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। তখন মর্জিনা ছেলের কাছ থেকে তানিয়াকে নিয়ে বুকের দুধ পান করানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে হয় মারা যায়। ধারণা করা হচ্ছে টিনের ঘর বিদ্যুৎতায়িত হয়েই মা-মেয়ে মারা গিয়েছেন।
কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পর্যবেক্ষণ মতে তারা বিদ্যুৎস্পৃষ্টে মারা গিয়েছে। যে কারণে বিনা ময়নাতদন্তে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম