‘সাহিত্য না পড়লে মানুষের মানসিক বিকাশ ঘটবে না। পাঠ্যবই পড়ে পরীক্ষা দিয়ে একজন মানুষ শুধু সার্টিফিকেটধারী শিক্ষিত হবে। মানবিক মানুষ হবে না। যে কারণে সাহিত্যকে জানতে হবে। সাহিত্যিকদের সম্পর্কে জানতে হবে।’
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসের স্মরণকথনে আলোচকরা এসব কথা বলেন। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের ছাদ হলে হিমু পাঠক আড্ডা দশম প্রয়াণ দিবসে স্মরণকথনের আয়োজন করে।
প্রতি বছরের ন্যায় এবারও কিংবদন্তী লেখকের নিজ জেলা শহরে হিমু, রূপা সেজে একদল তরুণ নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যকর্মকে তুলে ধরে।
লেখক, সাংবাদিক, প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি আলপনা বেগমের সঞ্চালনায় লেখকের সাহিত্য নিয়ে বিশদ আলোচনা করেন হুমায়ূন-সাহিত্য সমালোচক প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক অনুপ সাদি।
এছাড়াও লেখকের জন্মভিটা মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়ি নানার বাড়িতে মিলাদ এবং পৈত্রিক ভিটা কেন্দুয়া উপজেলার কুতুবপুর নিজ গ্রামে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে মিলাদ মাহফিল ও কুরআন খানি তেলাওয়াত করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল