মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে জয়পুরহাটে আরও ১৫২ ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার পাচ্ছে নান্দনিক ঘর। মঙ্গলবার দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা একটি করে ঘরের নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এসব ঘরে রয়েছে পানি ও বিদ্যুৎসহ ইটের দেয়াল, কংক্রিটের মেঝে, সবুজ টিনের ছাউনি, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।
রয়েছে আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা। আগামী বৃহস্পতিবার ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলসহ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল