নীলফামারীতে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২১ জুলাই ঘর পাবে ৩৭৫ গৃহহীন পরিবার। সেদিন ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে নীলফামারীর ডিমলা উপজেলা। সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির দলিলসহ এসব ঘর হস্তান্তর করবেন উপকারভোগীদের মাঝে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন।
সংবাদ সম্মেলনে জানানো হয় জেলায় ভূমিহীন এবং গৃহহীনের সংখ্যা সাত হাজার ৪২ পরিবার। এর মধ্যে ২১ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে আশ্রয়ণ প্রকল্পের অধীনে জমিসহ ঘর প্রদান সম্পন্ন হবে ছয় হাজার ৩৫৪ পরিবারকে। এরপর অবশিষ্ট থাকে ৬৮৮ পরিবার।
২১ জুলাই ঘর পাওয়া ৩৭৫ পরিবারের মধ্যে সদর উপজেলায় ৫০টি, ডোমার উপজেলায় ৫০, ডিমলা উপজেলায় ২৫, জলঢাকা উপজেলায় ১০০, কিশোরগঞ্জ উপজেলায় ৫০ এবং সৈয়দপুর উপজেলায় ১০০টি রয়েছে। প্রকল্পের আওতায় ঘর পাওয়ার প্রক্রিয়ায় থাকা ৬৮৮ পরিবারের মধ্যে সদর উপজেলায় ১২০, ডোমার উপজেলায় ১৪৮, জলঢাকা উপজেলায় ১৬১, কিশোরগঞ্জ উপজেলায় ৩০ এবং সৈয়দপুর উপজেলায় ২২৯ পরিবার রয়েছে। এসব পরিবারকে আগামী জুনের মধ্যে আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে ঘর প্রদান করা হবে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপাস্থি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোজাম্মেল হক।
ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ডিমলা উপজেলায় ৮৩৩ গৃহহীন পরিবারের আবেদন পাওয়া যায়। আশ্রয়ণ প্রকল্পে উপজেলা প্রশানের মাধ্যমে ৭০৮ এবং সেনাবাহিনীর মাধ্যমে ১০০পরিবারসহ মোট ৮০৮ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে ইতিমধ্যে। ২১ জুলাই প্রধানমন্ত্রী ভার্চুয়ালী ২৫ পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর প্রদানের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন।
তিনি বলেন,‘এটি এটি চলমান প্রক্রিয়া। উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও কোন কারণে নতুন করে কেউ ভূমিহীন এবং গৃহহীন হলে একই ধরণের প্রকল্পের মাধ্যমে পুনরবাসন করা হবে।’
বিডি প্রতিদিন/হিমেল