কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে হাইব্রিড-৬ জাতের আমন বীজ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ প্রদান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. শামসুদ্দিন মিঞার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আজিজুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, সিড এ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী খান বাদল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম