গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহন বাস যাত্রী নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। এসময় বাসটি মুকসুদপুরের সালিনাবক্স এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ফেলে দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান ইসলাম শোভন জানান, আহত ২৫ যাত্রী চিকিৎসা নিতে আসে। এর মধ্যে দুইজন গুরুত্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ