পঞ্চগড়ে স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন এক স্বামী। শনিবার পঞ্চগড় সদর থানায় এই অভিযোগ করেছেন স্বামী পৌর এলাকার রাজনগর গ্রামের সাঈদ হোসেন দিদার । অভিযোগ সূত্রে জানা গেছে, স্ত্রী তাসমিনা আক্তার তামান্না স্বামী দিদারকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে নির্যাতন করছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিদারের স্ত্রী, শশুর, শাশুড়ি এবং শ্যালক মিলে তাকে ঘরের ভেতরে আটকে চেয়ারের সাথে বেঁধে মারধর করেন। দিদারের অভিযোগ, তাকে মারধরের পর বেশ কিছু টাকা নিয়ে চলে যান তারা।
স্ত্রী তাসমিনা জানান, দিদার আমাকে এবং আমার মাকে মারধর করে। তখন আমি বাবা এবং ভাইকে খবর দেই। তারা আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। টাকা পয়সা কোন কিছুই আনিনি। শশুর তবিবর রহমান জানান, মারধোরের ঘটনা সত্যি নয়। ওই ছেলে আমার মেয়েকে সবসময় নির্যাতন করতো। তাই মেয়েকে নিয়ে এসেছি।
সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে । দোষীদের আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/শফিক