‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এই র্যালির আয়োজন করে।
মৎস্য সপ্তাহের র্যালিটি বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের এসি লাহা মিলনায়তনে এসে শেষ হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খোন্দকার রিজাউল করিম, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীসহ মৎস্য চাষি ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।
র্যালির আগে শহরের একটি সরকারি পুকুরে প্রতীকী মাছের পোনাও অবমুক্ত করা হয়। এরপর এসি লাহা মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর