তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিএনপির জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এমআই