বগুড়ায় সাপের কামড়ে জিয়াউল হক জিয়া (৩২) নামে এক দর্জি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো একসময় জেলা সদরের চাদমুহা হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ রবিবার বিকাল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এএসআই মন্তাজ আলী।
মারা যাওয়া দর্জি শ্রমিক জিয়া সদরের গোকুল ইউনিয়নের চাদমুহা হরিপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে। তিনি বগুড়া শহরের একটি টেইলার্সে কারিগর হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, জিয়াউল হক জিয়া শনিবার রাতে বাড়িতে খেয়ে মাছ ধরার পোলি ( বাঁশের তৈরি) নিয়ে বাড়ির পাশে জমিতে যায়। মাছ ধরার সময় রাতের কোনো একসময় তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে দর্জি শ্রমিক জিয়ার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার এএসআই মন্তাজ আলী বলেন, শনিবার রাতে জমিতে মাছ ধরার সময় বিষাক্ত সাপের কামড়ে জিয়া আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সকালে পরিবারের কাছ লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর