মেঘনা ও কাঁঠালিয়া নদীর মোহনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক ছোট-বড় নৌযান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর এলাকায় মেঘনা ও কাঁঠালিয়া মোহনায় এ নৌকা বাইচের প্রতিযোগিতা।
নৌকা বাইচ প্রতিযোগিতায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন নৌযান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক।
গাজী সিরাজুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছমির উদ্দিন অফিসার ইনচার্জ মেঘনা থানা, প্রকৌশলী গাজী মো. আজহারুল হক, মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রিপন প্রমুখ।
গাজী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা দেখতে আশপাশের কয়েকটি জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ সকাল থেকে আসতে থাকে প্রতিযোগিতার স্থলে। নৌকা দৌড় দেখতে অনেকে ট্রলার, স্পিড বোড কেউবা বিভিন্ন গাছের মাথায় উঠে কেউবা বাড়ির ছাদে উঠে প্রতিযোগিতা দেখেন।
বিডি প্রতিদিন/এমআই