বরগুনার তালতলীতে ওমান প্রবাসী কামাল খান এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
জানা গেছে, শনিবার রাত ১টার দিকে উপজেলার ৩নং কড়ইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামের ওমান প্রবাসী কামাল খান এর বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে ১০-১২ জনের ডাকাত দল তার স্ত্রী দুই সন্তান ও ভাতিজিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রেখে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আট লাখ টাকাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায়।
ওমান প্রবাসীর স্ত্রী জেসমিন বেগম বলেন, রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ১ টার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত দল আমার বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে। এরপরই আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল স্বর্ণালকারসহ টাকা পয়সা সব লুট করে নিয়ে যায়। পরে ডাকাত দল বাহির থেকে তালা দিয়ে চলে যায়। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা বন্ধ রুম থেকে উদ্ধার করে।তালতলী থানায় খবর দেয়, খবর পেয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাখাওয়াত হোসেন তপুসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাখাওয়াত হোসেন (তপু) বলেন, খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল