বগুড়ায় বিষধর সাপের কামড়ে জিয়াউল হক জিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিয়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের চাদমুহা হরিপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে।
এসব তথ্য জানিয়েছেন সদর থানার ওসি সেলিম রেজা।
তিনি জানান, জিয়া রাত ৯টার দিকে তার বাড়ির পাশে ধানী জমিতে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে বাড়িতে এসে জানালে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেয় তার পরিবারের সদস্যরা। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম