বগুড়ার শাজাহানপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১০ জামায়াত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় ৪টি তাজা ককটেল ও লোহার শাবল, হাতুড়ী, লাঠিসোটাসহ নাশকতার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে রবিবার বেলা সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন শাজাহানপুর উপজেলার সাজাপুর দাড়িকামারি দক্ষিণপাড়া গ্রামের মৃত বদিউল আলমের ছেলে আব্দুল মতিন (৬৭), সুজাবাদ বালাপাড়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু বকর সিদ্দিক ঠান্ডু (৫০), সুজাবাদ রাজধানীপাড়া গ্রামের মাওলানা আব্দুল কুদ্দুসের ছেলে মোকাদ্দিসুর রহমান মোস্তাকিম (২৭), সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডলের ছেলে বিল্লাল হোসেন (৪২), জামুন্না বগুড়াপাড়া গ্রামের মৃত শওকাত আলীর ছেলে আমিনুল ইসলাম (৫৫), লতিফপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ প্রামানিকের ছেলে নজরুল ইসলাম (৫২), বেজোড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত সাহেব আলী সরকারের ছেলে আনছার আলী (৫৮) ও তার ছেলে আরাফ (২৭) এবং শেরপুর উপজেলার কলতা গ্রামের মৃত মোবারক আলী প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও কালশিমাটি গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)। গ্রেফতারকৃতদের দলীয় পদপদবী জানা না গেলেও তারা জামায়াতের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লোড শেডিংয়ের প্রতিবাদে গত শনিবার সকাল ৬টার দিকে জামায়াতে ইসলামী বগুড়া পূর্ব শাখার উদ্যোগে নেতাকর্মীরা বনানী বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরের দিন রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম জানান, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপ্রিয় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এটাকে কেন্দ্র করে মধ্য রাতে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে পুলিশ। এঘটনায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান তিনি।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিষ্ফোরক ও নাশকতা মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ