বাগেরহাটে অবস্থিত বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেছেন, পঞ্চদশ শতকের অসাধারণ নিদর্শন এই মসজিদ। ৬০টি পিলারের উপর ৮১টি ষাটগম্বুজ গম্বুজ আবৃত্ত মসজিদটি বিশ্বখ্যাত একটি অসাধারণ ইসলামিক স্থাপত্য।
ষাটগম্বুজ মসজিদ বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে। এই মসজিদটি মুসলিমদেরও অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান। ষাটগম্বুজ মসজিদসহ ঐ সময়কার বাগেরহাটের অন্যান্য স্থাপনা দেখলে সহজেই বোঝা যায়, প্রায় সাড়ে ৬০০ বছর আগেও বাংলাদেশে মুসলিমদের বসবাস ছিল, তারা মানব কল্যাণে কাজ করে গেছেন।
আজ রবিবার দুপুরে তুরস্কের রাষ্ট্রদূত হেলিকপ্টার যোগে বাগেরহাটে এসে হযরত খানজাহান (রহ.) অমর সৃষ্টি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। এ সময়ে ছেলে মেহমাদ আল্ফ তুরান ও আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন রাষ্ট্রদূতের সাথে ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে বাগেরহাট স্টেডিয়ামে পৌঁছালে তুরস্কের রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ। পরে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানসহ তার সফরসঙ্গীদের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ঘুরিয়ে দেখান বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ষাটগম্বুজ মসজিদ কাস্টোডিয়ান মো. যায়েদ।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন শেষে তুরস্কের রাষ্ট্রদূত দুপুর দেড়টায় হেলিকপ্টার যোগে বাগেরহাট থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর