জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও সারাদেশে ব্যাপক লোডশেডিংয়ের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের নতুনহাট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্বল, সদস্য সচিব মোক্তদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ অনেকে।
বিডি প্রতিদিন/এমআই