শরীয়তপুর জেলার গোসাইরহাটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি বসতবাড়িসহ পাঁচটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সয়ম তারা ৯৯৯ এ ফোন দিলে গোসাইরহাট থেকে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর হলইপট্টি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর হলইপট্টি গ্রামের আহমেদ আলী বেপারীর ছেলের মোতালেব বেপারী, দিলু বেপারী, সোহাগের বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গ্রামের লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিস আসে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি বসতঘর পুড়ে যায়।
ভুক্তভোগী মোতালেব বেপারী বলেন, ঘর পুড়েছে পাঁচটি। ঘরে ৪ ভরি স্বর্ণসহ ৩ লাখ নগদ টাকা ছিল। ঘর থেকে কিছুই নিয়ে বের করতে পারিনি।
ভুক্ত ভোগী সোহাগের স্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ঘরের রক্ষিত ফ্রিজ, খাট, আলমারী, লেপ, তোষক, নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
গোসাইরহাট ফায়ারসার্ভিস স্টেশনের ইনচার্জ সেলিম মিয়া বলেন, রাত ৩টার সময় ৯৯৯ থেকে খবর পাই যে, নাগেরপাড়া ইউনিয়নে হলইপট্টি গ্রামে বেপারী বাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনটি ঘর পুড়ে যায়। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি বসতঘর আর দুটি রান্নার ঘর পুরে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম