বজ্রপাত থেকে রক্ষার জন্য শোকাবহ আগস্টের শুরুতে লক্ষ্মীপুরে দুইশ’ তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ‘আমরা ক’জন মুজিব সেনা’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। লক্ষ্মীপুর সরকারি কলেজ এলাকায় অর্ধশতাধিক তাল গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা ক’জন মুজিব সেনা’ নেতা উত্তম দত্ত, সোহাগ পাটওয়ারী, আবু তালেব হালান, আমজাদ হোসেন আজিম, মোফাচ্ছের হোসেন চুন্নু প্রমুখ।
দুর্যোগকালে প্রচণ্ড বজ্রপাতে বাংলাদেশে আশঙ্কাজনক হারে প্রাণহানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ কারণে বজ্রপাতে প্রাণহানি থেকে রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তারা।
বিডি প্রতিদিন/কালাম