জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের পিতা বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডলের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় ৭৫ পরবর্তী জয়পুরহাট জেলায় আওয়ামী লীগকে সুসংঘটিত করতে মরহুম আব্বাস আলী মন্ডলের অবদান ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা