চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্যকেন্দ্রে আলেয়া খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে হাসপাতালে পৌঁছানোর পরই আলেয়ার মৃত্যু হয়।
এর আগে ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামে পৈত্রিক বাড়িতে আলেয়া আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
আলেয়া জীবননগর বাঁকা গ্রামের আশতলাপাড়ার সামসুল হকের স্ত্রী। পরিবারের দাবি, আলেয়া খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিহতের স্বামী সামসুল হক জানান, তার স্ত্রী দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। প্রায় ১০ দিন আগে আলেয়া বাবার বাড়ি ঝিনাইদহের পদ্মপুকুর গ্রামে বেড়াতে যায়। সেখানে সোমবার সকালে আত্মহত্যার চেষ্টা করে। পরে আলেয়াকে নিয়ে আসা হয় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে আলেয়ার মৃত্যু হয়।
জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার পথেই ওই নারীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসা শুরুর আগেই মারা যান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা