জয়পুরহাট এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোর রাতে শহরের আরামনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন জয়পুরহাট পৌর এলাকার মৃত অজিম উদ্দীনের ছেলে বকুল হোসেন সাবু (৪৩) ও সদর উপজেলার বাকিলা চৌধুরীপাড়ার আবুল খায়ের চৌধুরী ছেলে সুলতান মাহমুদ চৌধুরী (৪২)।
(ওসি) শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট শহরের আরামনগর এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ আসে ডিবির কাছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি অভিযানিক দল সে এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বকুল ও সুলতানকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ দুই জনের বিরুদ্ধে পূর্বের ৫টি করে ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ