বাংলাদেশ এনজিও ফেডারেশন এফএনবির বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে ব্যুরো বাংলাদেশ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভা বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগটনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ জলিল। বক্তব্য রাখেন এফএনবির কেন্দ্রিয় নেতা লুৎফর রহমান লাবু, এফডিএর পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির।
পরে সর্ব সম্মতিক্রমে কাজী আশরাফুল হাসানকে সভাপতি এবং আনম ফজলুল হাদী সাব্বিরকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দু রাজ্জাক মোল্লা, জেলা সমাজসেবা অফিসার আলী আহসান। অনুষ্ঠানে ফরিদপুর জেলার এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ