বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১৮৫ বোতল ফেনসিডিলসহ দুই বাসযাত্রীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। সোমবার ভোরে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার গুটিরগোর গ্রামের ৫২ বছরের ফজলুল হক ও একই উপজেলার উত্তর মুশরত মদাতি গ্রামের ২৪ বছরের হিমেল হোসেন। তাদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান।
র্যাব জানায়, গোপন সংবাদে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে দুজন যাত্রী গাঁজা ও ফেন্সিডিল হেফাজতে রেখে বহন করছেন। এমন সংবাদে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাসীর এক পর্যায়ে ওই বাস থেকে গাঁজা-ফেন্সিডিল উদ্ধারসহ দুজন যাত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা দুজনই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসায়ের সঙ্গে জড়িত।
র্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ